কোলফিল্ড টাইমস: রাজ্যে মনরেগার ১০০ দিনের কাজ ফের চালু করতে হবে — এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে কেন্দ্রের করা আবেদন খারিজ করে দেয়। আদালতের নির্দেশ, দ্রুত প্রকল্প চালু করতে হবে এবং বকেয়া অর্থও অবিলম্বে মেটাতে হবে। ফলে প্রায় তিন বছর বন্ধ থাকার পর আর কোনও বাধা রইল না ১০০ দিনের কাজ চালুর ক্ষেত্রে।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট এর আগে জানিয়েছিল, দুর্নীতি রুখতে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু প্রকল্প পুরোপুরি বন্ধ রাখা যাবে না। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ১ অগস্ট থেকে ১০০ দিনের কাজ শুরু করতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র।
কেন্দ্রের অভিযোগ ছিল, রাজ্যে ১০০ দিনের প্রকল্পে বিপুল আর্থিক অনিয়ম হয়েছে। এই নিয়ে হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি কয়েকটি জেলা ঘুরে কিছু অভিযোগের সত্যতা পায়ও। তবে আদালত জানিয়ে দিয়েছিল, দুর্নীতির তদন্ত চললেও কাজ থামানো যাবে না।
সোমবার সুপ্রিম কোর্ট সেই অবস্থানই বহাল রাখে। আদালতের নির্দেশের পরে রাজ্যের শাসক দল ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বাংলাকে বারবার বঞ্চিত করছে কেন্দ্র। প্রতিকূলতার মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব প্রকল্প চালিয়ে গিয়েছেন। এবার আদালতও সত্যতা প্রমাণ করল।”
আইনজীবী মহলের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যে ১০০ দিনের কাজ চালু করার আর কোনও প্রশাসনিক বা আইনি বাধা রইল না।










