Home / খবর / রাজ্য / রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল, একসঙ্গে বদলি ১৭ আইএএস আধিকারিক

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল, একসঙ্গে বদলি ১৭ আইএএস আধিকারিক

কোলফিল্ড টাইমস: রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। সোমবার বিকেলেই জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকের আগে নবান্ন এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করল ১৭ জন আইএএস আধিকারিকের বদলি। এর মধ্যে ১০ জন জেলা শাসক। পাশাপাশি বদলি করা হয়েছে একাধিক এডিএম, এসডিও ও ওএসডিকেও। মোট ৬৪ জন আধিকারিকের বদলি হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনিক মহলে এই পরিসরের রদবদল নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া-সহ দশ জেলার জেলাশাসক বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের বৈঠকের ঠিক আগে এই পদক্ষেপে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে জল্পনা বেড়েছে। অনেকের মতে, কমিশনের নির্দেশের আগেই নবান্ন এই বদলি করে আগাম পদক্ষেপ নিতে চাইছে, যাতে পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে।

বদলি হওয়া জেলার শাসকদের মধ্যে রয়েছেন—

  • উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, তাঁকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ও জনকল্যাণ দফতরে।
  • দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা যাচ্ছেন কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার পদে।
  • হিডকোর ম্যানেজিং ডিরেক্টর শশাঙ্ক শেঠি হচ্ছেন উত্তর ২৪ পরগনার নতুন জেলা শাসক।
  • কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনায়।
  • মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র হচ্ছেন হিডকোর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।
  • পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দ হচ্ছেন পর্যটন দফতরের ডিরেক্টর।
  • দার্জিলিংয়ের জেলা শাসক প্রীতি গয়াল যাচ্ছেন মালদহে।
  • মালদহের জেলা শাসক নীতীন সিংঘানিয়া যাচ্ছেন মুর্শিদাবাদে।
  • কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন হচ্ছেন বীরভূমের জেলা শাসক।
  • পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হচ্ছেন ইউনিস ঋষিন ইসমাইল।

এছাড়া, কোচবিহারের নতুন জেলা শাসক হয়েছেন রাজু মিশ্র, আর উত্তর ২৪ পরগনার এডিএম রাজু মিশ্র যাচ্ছেন ঝাড়গ্রামে। মনীষ মিশ্র যাচ্ছেন দার্জিলিংয়ে।

বীরভূমের জেলা শাসক বিধানচন্দ্র রায় এখন খাদ্য দফতরে স্পেশ্যাল সেক্রেটারি পদে, ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল যাচ্ছেন উত্তর ২৪ পরগনার উন্নয়ন দফতরে।

পূর্ব মেদিনীপুরের পূর্ণেন্দু কুমার মাঝি যাচ্ছেন ইউডি অ্যান্ড এমএ দফতরে স্পেশ্যাল সেক্রেটারি হয়ে।

নির্বাচন কমিশনের বৈঠকের ঠিক আগে নবান্নের এই সিদ্ধান্ত প্রশাসনিকভাবে যেমন তাৎপর্যপূর্ণ, রাজনৈতিকভাবেও তার প্রভাব পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *