নয়াদিল্লি : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দ্বিতীয় দফায় ১২টি রাজ্যে এই প্রক্রিয়া চালু হবে বলে জানান তিনি।
এই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, কেরল, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি এবং আন্দামান-নিকোবর। কমিশনের তথ্য অনুযায়ী, এই ১২টি রাজ্যে প্রায় ৫১ কোটি ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে।
মুখ্য নির্বাচন কমিশনার জানান, প্রথম দফায় SIR সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফার কাজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে, যেখানে এনুমেরেশন ফর্ম ছাপা এবং বিএলওদের প্রশিক্ষণ চলবে ৩ নভেম্বর পর্যন্ত।
বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ হবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এই তালিকা নিয়ে আপত্তি বা দাবি জানানো যাবে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে। অভিযোগ শোনা এবং যাচাই-বাছাইয়ের কাজ চলবে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৭ ফেব্রুয়ারি।
কমিশন জানিয়েছে, বিএলওরা (Booth Level Officer) প্রত্যেকের বাড়িতে গিয়ে ফর্ম দেবেন ও তা সংগ্রহ করবেন। ইআরওরা (Electoral Registration Officer) ভোটার তালিকা তৈরি ও আপত্তি শুনানির দায়িত্বে থাকবেন। ইআরও-কে সহায়তা করবেন এইআরও (Assistant ERO)। ইআরওর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম আপিল শুনবেন জেলা শাসক, আর ডিএমের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় আপিল শুনবেন মুখ্য নির্বাচনী আধিকারিক।










