ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে আজ মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা— মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে। একদিকে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ঘরের মাঠে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে নামবে ভারত, অন্যদিকে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে এর আগে দুই দলের মুখোমুখি লড়াইয়ে রয়েছে সমতা— ছ’টি ম্যাচে তিনটি করে জয় দুই দলেরই। তবে চিন্তার বিষয়, ২০০৫ সালের পর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে জয় পায়নি ভারত। অর্থাৎ, টানা তিন বিশ্বকাপে পরাজয়ের ধারা ভাঙাই এখন ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ভারতীয় মহিলা দল এ নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে এবং ২০১৭ সালে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল। তাই এ বার লক্ষ্য একটাই— ঘরের মাঠে ইতিহাস বদলে ট্রফি জয়।










