Home / খবর / দেশ / সময়সীমা পেরোলেও খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানো যাবে, সুপ্রিম কোর্টে বলল কমিশন

সময়সীমা পেরোলেও খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানো যাবে, সুপ্রিম কোর্টে বলল কমিশন

কোলফিল্ড টাইমস, নয়াদিল্লি: বিহারের খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা সংশোধনের অভিযোগ সময়সীমা পেরিয়েও গ্রহণ করা হবে। সোমবার সুপ্রিম কোর্টে শুনানির সময় এমন আশ্বাস দিল নির্বাচন কমিশন। আদালত জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ভোটাররা অভিযোগ বা আপত্তি জমা করতে পারবেন।

বিরোধী দলগুলির অভিযোগের ভিত্তিতে এদিন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি হয়। আদালত পর্যবেক্ষণ করে জানায়, কমিশন ও রাজনৈতিক দলগুলির মধ্যে যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে তা দুর্ভাগ্যজনক। তবে কমিশনের আশ্বাস অনুযায়ী সময়সীমা পেরোলেও আপত্তি গ্রহণ করা হবে এবং নাম যুক্ত বা বাদ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত তালিকায় প্রতিফলিত হবে।

ভোটারদের অভিযোগ জানাতে সহায়তা করতে সুপ্রিম কোর্ট বিহার আইনি পরিষেবা কর্তৃপক্ষকে স্বেচ্ছাসেবী (প্যারা লিগ্যাল ভলান্টিয়ার) নিয়োগের নির্দেশ দিয়েছে। এরা তথ্য সংগ্রহ করে জেলা ও দায়রা বিচারকের কাছে রিপোর্ট জমা দেবেন।

নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, খসড়া তালিকা নিয়ে সাধারণ ভোটারদের অসুবিধা নেই, সমস্যা তুলছে আবেদনকারীরা। তাঁর দাবি, বেশিরভাগ অভিযোগ এসেছে তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য, নাম তোলার দাবি তুলেছে খুব কম সংখ্যক মানুষ। অন্যদিকে আবেদনকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে।

বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৩৫ লক্ষ নাম বাদ পড়ায় বিরোধীরা উদ্বেগ প্রকাশ করেছে। আদালত আগেই জানিয়েছিল, যাঁদের নাম তালিকায় নেই তাঁরা আধার বা অন্যান্য পরিচয়পত্র জমা দিয়ে অনলাইনেও আবেদন করতে পারবেন।

এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৮ সেপ্টেম্বর।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *