Home / খবর / রাজ্য / দু’দিন আগে তীব্র সমালোচনা, এ বার মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মাতৃসমা’ বলে সম্বোধন করলেন দুর্গাপুরে নির্যাতিতার বাবা

দু’দিন আগে তীব্র সমালোচনা, এ বার মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মাতৃসমা’ বলে সম্বোধন করলেন দুর্গাপুরে নির্যাতিতার বাবা

কোলফিল্ড টাইমস: দুর্গাপুরে এমবিবিএস ছাত্রী ধর্ষণ-কাণ্ডে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার মধ্যে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মাতৃসমা’ বলে উল্লেখ করলেন নির্যাতিতার বাবা। বুধবার তিনি মুখ্যমন্ত্রীর কাছে কন্যার জন্য ন্যায়বিচারের আর্জি জানিয়ে বলেন, যদি তাঁর কথায় কোথাও ভুল হয়ে থাকে, তবে তিনি ক্ষমাপ্রার্থী।

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে মাতৃসমা। যদি আমি কোনো ভুল কথা বলে থাকি, তবে আমাকে ক্ষমা করবেন। আমি তাঁর পায়ে মাথা নত করব। শুধু চাই, আমার মেয়েটি যেন ন্যায়বিচার পায়।”

উল্লেখ্য, দু’দিন আগেই তিনি মুখ্যমন্ত্রীর এক মন্তব্যের সমালোচনা করে বলেছিলেন, “এখন মনে হচ্ছে বাংলায় ঔরঙ্গজেবের শাসন চলছে। আমি আর এখানে নিরাপদ নই। মেয়েকে ওড়িশায় নিয়ে যেতে চাই।”

বুধবার নির্যাতিতার বাবা জানান, তাঁর মেয়ে সুস্থ হয়ে উঠলেই তিনি তাঁকে নিয়ে বাড়ি ফিরবেন। পাশাপাশি তিনি আবারও সিবিআই তদন্তের দাবি জানান। তাঁর কথায়, “আমি চাই এই ঘটনার সিবিআই তদন্ত হোক। তাতে সত্য প্রকাশ পাবে। তবে সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের।”

গত ১০ অক্টোবর সন্ধ্যায় দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী কলেজ ক্যাম্পাসের বাইরে বন্ধুর সঙ্গে খাবার আনতে গিয়ে গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ। পুলিশ এ পর্যন্ত ছ’জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে অভিযুক্ত তরুণীর বন্ধু-ও রয়েছে। ঘটনাটি ঘিরে রাজ্যে ব্যাপক রাজনৈতিক তোলপাড় সৃষ্টি হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *