Home / খবর / জেলায় জেলায় / বিক্ষোভের মুখে শুভেন্দু, রায়দিঘি যাওয়ার পথে হামলার অভিযোগ বিরোধী দলনেতার

বিক্ষোভের মুখে শুভেন্দু, রায়দিঘি যাওয়ার পথে হামলার অভিযোগ বিরোধী দলনেতার

রায়দিঘি যাওয়ার পথে বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, তৃণমূলের মহিলাকর্মীরা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এবং আটকানোর চেষ্টা করেন। ঘটনায় রাজনৈতিক তরজার আবহ তৈরি হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে।

রবিবার রায়দিঘি বিধানসভার সাতঘরা এলাকায় এক কালীপুজোর উদ্বোধনে যাচ্ছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে পৌঁছতেই তৃণমূলের মহিলাকর্মীরা হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে রাস্তায় নেমে পড়েন। তাঁদের পোস্টারে লেখা ছিল— “বাংলার শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করুন”, “১০০ দিনের টাকা দিন, তারপর রাজনীতি করুন” ইত্যাদি স্লোগান। অভিযোগ, শুভেন্দুর বিদ্বেষমূলক রাজনীতির প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ।

বিক্ষোভের পর শুভেন্দু অধিকারী বলেন, “আমার গাড়িতে নয়, আমার উপর হামলা হয়েছে। আমি গাড়ির ভিতরে ছিলাম বলে বড় কিছু হয়নি। এরা বর্বর।” তিনি আরও দাবি করেন, “ধর্মপালনেও বাধা দিচ্ছে ওরা। দুই জায়গায় আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি থামব না।”

ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির দাবি, তৃণমূল পরিকল্পিতভাবে শুভেন্দুকে বাধা দিয়েছে। অন্যদিকে, তৃণমূলের বক্তব্য, “মানুষের সমস্যার কথা মনে না রেখে কেবল রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *