Home / খবর / বিশ্ব / ‘নো কিংস’ আন্দোলনে উত্তাল আমেরিকা, ট্রাম্পের পাল্টা প্রতিক্রিয়া এআই ভিডিওতে

‘নো কিংস’ আন্দোলনে উত্তাল আমেরিকা, ট্রাম্পের পাল্টা প্রতিক্রিয়া এআই ভিডিওতে

কোলফিল্ড টাইমস: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলেছে ব্যাপক বিক্ষোভ। ‘নো কিংস’ (NO KINGS) নামে পরিচিত এই প্রতিবাদে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে পড়েছেন। এরই মধ্যে ট্রাম্প একটি এআই ভিডিও শেয়ার করে বিক্ষোভ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, তিনি কোনও রাজা নন। এই প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দুটি এআই ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর মাথায় একটি মুকুট, আর তিনি একটি যুদ্ধবিমানে মুখে মাস্ক পরে বসে আছেন। বিমানের গায়ে লেখা রয়েছে— “King Trump”

ফক্স বিজনেস চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ওরা আমাকে রাজা বলছে, কিন্তু আমি রাজা নই। ডেমোক্র্যাটরা (বিরোধী দল) এখন থেকে চিরকাল ক্ষমতার বাইরে থাকবে, আর প্রেসিডেন্ট হিসেবে আমি তাদের স্বার্থবিরোধী সিদ্ধান্তই নেব।”

ট্রাম্পের এআই ভিডিও পোস্ট

এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ একটি এআই ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, তিনি মুকুট পরে যুদ্ধবিমানে বসে বিক্ষোভকারীদের দিকে বোমা বর্ষণ করছেন। বিক্ষোভকারীদের মধ্যে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরা, তাঁদের মধ্যে ট্রাম্পের কট্টর সমালোচক হ্যারি সিসনও রয়েছেন।

আমেরিকার সহ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স-ও একটি এআই ভিডিও শেয়ার করেছেন, যেটি ট্রাম্প রিপোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়, ট্রাম্প নিজের মাথায় মুকুট পরছেন, আর বিরোধী নেতা ন্যান্সি পেলোসি-সহ কয়েকজন তাঁর সামনে হাঁটু গেড়ে বসে আছেন।

কোথায় হচ্ছে বিক্ষোভ?

‘নো কিংস’ আন্দোলনের আওতায় আমেরিকার প্রায় ২,৫০০-রও বেশি জায়গায় বিক্ষোভ মিছিল ও র‍্যালি হচ্ছে। এর মধ্যে রয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি, সান ফ্রান্সিসকো, সান ডিয়েগো, আটলান্টা, নিউ ইয়র্ক সিটি, টেক্সাস, হোনোলুলু, বস্টন, মিসৌরি, মন্টানা, শিকাগো এবং নিউ অরলিয়ন্স।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *