আসানসোল : আগামী ৫ নভেম্বর বুধবার গুরু নানকের ৫৫৬ তম জন্মজয়ন্তী পালিত হবে। এই উপলক্ষে সোমবার সকালে আসানসোলের জিটি রোডে গুরু নানক নগর থেকে শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে একটি বিশাল শোভাযাত্রা বার করা হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যায় শিখ সম্প্রদায়ের মহিলা ও পুরুষেরা উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি বিভিন্ন স্কুলের পড়ুয়ারা, শিক্ষক ও শিক্ষিকারা এই শোভাযাত্রায় অংশ নেন। এই শোভাযাত্রায় ভজন পরিবেশন করেন শিখ সম্প্রদায়ের মহিলারা।
এই সম্পর্কে আসানসোল গুরুদ্বোয়ারা পরিচালনা কমিটির সভাপতি অমরজিৎ সিং ভারারা বলেন, প্রতি বছরের মতো এবারও গুরু নানকের জন্মজয়ন্তী সাড়ম্বরের সঙ্গে পালন করা হবে। এই উপলক্ষেই এদিন এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ৫ নভেম্বর তাঁর প্রকাশ পর্ব। এর আগে, এদিন গুরু নানক নগর থেকে শোভাযাত্রা বেরিয়েছে। জিটি রোড, হটন রোড ও এসবি গড়াই রোড হয়ে এই শোভাযাত্রার আসানসোলের ইসমাইলে গুরু নানক স্কুলে যাবে।
আগামী দুদিন আসানসোলের গুরু নানক স্কুলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হবে। এরপর, আগামী ৫ নভেম্বর দুপুরে শোভাযাত্রা আবার ইসমাইলের গুরু নানক স্কুল থেকে শুরু হয়ে, একই পথ ধরে গুরু নানক নগরে আসবে।










