Home / খবর / জেলায় জেলায় / শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৫৬তম জন্মজয়ন্তীতে আসানসোলে বর্ণাঢ্য শোভাযাত্রা

শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৫৬তম জন্মজয়ন্তীতে আসানসোলে বর্ণাঢ্য শোভাযাত্রা

আসানসোল : শিখ ধর্মগুরু গুরু নানকের প্রকাশ পর্ব বা ৫৫৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার বিকেলে আসানসোল শহরে এক সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

ইসমাইলের গুরু নানক স্কুল থেকে এই শোভাযাত্রা বের হয়। যেখানে শিখ সম্প্রদায় ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও অংশগ্রহণ করেন। ইসমাইলের গুরু নানক স্কুল থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা সন্ধ্যের পরে এসবি গড়াই রোড, হটন রোড এবং জিটি রোড হয়ে মুর্গাশোলের গুরু নানক নগরে পৌঁছায়।

এদিন ইসমাইলে গুরু নানক স্কুলে আসেন রাজ্যেট আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা।

এদিকে হটন রোডের অচলাবালা লেন মোড়ে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তরফে একটি শিবিরের আয়োজন করা হয়। এই শিবির থেকে শোভাযাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। শিশুদের জন্য লজেন্সের পাশাপাশি ভক্তদের জন্য জল এবং অন্যান্য সামগ্রী দেওয়া হয়।

এই বিষয়ে, আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পদাধিকারীরা বলেন, গুরু নানক দেব জী’র প্রকাশ পর্ব উপলক্ষে, ভক্তদের সেবা প্রদানের জন্য সংগঠনের তরফে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল। আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও সম্পাদক গৌরী শঙ্কর আগরওয়াল ও বিনোদ গুপ্ত, শচীন রায়, সতপাল সিং কির পিঙ্কি, উজ্জ্বল রায় সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। আসানসোল গুরুদ্বোয়ারা প্রবন্ধন কমিটির সভাপতি অমরজিৎ সিং ভারারা শিবিরে উপস্থিত ছিলেন। তিনি এই শিবির আয়োজনের জন্য আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে ধন্যবাদ জানান।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *