Home / খবর / জেলায় জেলায় / রূপনারায়ণপুরে বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানার জমিতে নতুন শিল্প আনার দাবি, বিক্ষোভ পুনর্বাসন সমিতির

রূপনারায়ণপুরে বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানার জমিতে নতুন শিল্প আনার দাবি, বিক্ষোভ পুনর্বাসন সমিতির

রূপনারায়ণপুর: আসানসোলের রূপনারায়ণপুরে হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির ডাকে বন্ধ হিন্দুস্তান কেবলসের জমিতে নতুন শিল্প আনতে হবে, এই দাবি জানিয়ে হিন্দুস্তান কেবলস গেটের সামনে বুধবার এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ।

এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে দাবি করা হয়েছে, এখানে এমন একটা শিল্প আনা হোক যেখানে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় ।

হিন্দুস্তান কেবলস্ পুনর্বাসন সমিতির সুভাষ মহাজন বলেন, বন্ধ শিল্পের জমিতে শিল্পই গড়তে হবে। এমন শিল্প গড়ে তুলতে হবে যেখানে বেশি বেশি কর্মসংস্থানের সুযোগ পান এলাকার মানুষেরা । এছাড়াও আমাদের দাবি হল, হিন্দুস্তান কেবলসের প্রাক্তন কর্মীদের এখনো যেসব বকেয়া পাওনা রয়েছে তা শীঘ্রই মিটিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, কেবলস কলোনির বিভিন্ন এলাকায় থাকা আবাসনগুলি প্রাক্তন কর্মীদের লিজে দিতে হবে। এখানকার বিভিন্ন বাজারে যেসব অনুমোদিত দোকান আছে তাদের লিজ পুনর্নবীকরণ করতে হবে।

এদিনের এই বিক্ষোভ সমাবেশে সুভাষ মহাজন ছাড়াও উপস্থিত ছিলেন স্নেহময় মাজি, কল্যাণ সিং বাল্মিকী, কমল ঠাকুর-সহ আরও অনেকে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *