রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত কোনও যানবাহন চলাচল করবে না বিদ্যাসাগর সেতুতে। জানানো হয়েছে, সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্যই এই আট ঘণ্টা সেতু বন্ধ রাখা হবে।
সেতুর স্টে ও হোল্ডিং ডাউন কেবল বদলের কাজ চলবে ওই সময়। ফলে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পুলিশ জানিয়েছে, যাত্রীদের অসুবিধা এড়াতে বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।
এর আগেও রক্ষণাবেক্ষণের জন্য একাধিকবার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু। তবে এ বার দীর্ঘ আট ঘণ্টা ধরে চলবে কাজ।










