ঘোষিত হল উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফলাফল। দেশের মধ্যে প্রথমবার কোনও রাজ্যে দ্বাদশ শ্রেণির পরীক্ষার আয়োজন করে ইতিহাস গড়ল পশ্চিমবঙ্গ। ওএমআর শিটে অনুষ্ঠিত এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার মাত্র ৩৯ দিনের মধ্যেই ফল ঘোষণা করা হয়েছে।
সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এ বছর পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা গত শিক্ষাবর্ষের (৯০.৭৯ শতাংশ) তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত কয়েক বছরের মধ্যে এটাই সর্বাধিক পাশের হার। তবে সর্বোচ্চ নম্বর নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট নন তিনি।
এ বার প্রথম দশে জায়গা পেয়েছেন ৬৯ জন পরীক্ষার্থী, যার মধ্যে মাত্র তিন জন ছাত্রী। সর্বোচ্চ ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র ঋতম বল্লভ ও আদিত্যনারায়ণ জানা। মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দৌলতপুর হাইস্কুলের দীপান্বিতা পাল, পেয়েছে ৯৮.৪ শতাংশ।
মেধাতালিকার ৬৯ জনের মধ্যে মাত্র একজন বাণিজ্য বিভাগের, বাকিরা সকলেই বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিলেন ১,১১,৬২৭ জন, আর কলা বিভাগে ৪,৯৬,৪০৫ জন। জেলার মধ্যে পাশের হারে প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগনা (৯৬.৭২ শতাংশ), আর কলকাতা রয়েছে ১২তম স্থানে (৯৩.৭৭ শতাংশ)।
দুপুর ২টো থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনে ফল দেখা যাবে। মার্কশিটও ডাউনলোড করা যাবে, যেখানে মোট নম্বর, প্রাপ্ত নম্বর, পার্সেন্টাইল ও বিষয়ভিত্তিক ফলাফল উল্লেখ থাকবে।
প্রথম পর্বের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। মোট পরীক্ষার্থী ছিলেন ৬ লক্ষ ৬০ হাজার ২৬৬ জন। মোট ৬৬টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়, যার মধ্যে ১৫টি ভাষা ভিত্তিক — বাংলা, ইংরেজি, হিন্দি, সাঁওতালি সহ বিভিন্ন ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। শিক্ষা সংসদ জানিয়েছে, দু’টি মোবাইল ও এক জন পরীক্ষার্থীর অনিয়মের ঘটনায় তিনটি আরএ চিহ্নিত করা হয়েছে।










