কোলফিল্ড টাইমস: ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ৩১ অক্টোবর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুর্বল হয়ে পড়া সিস্টেমটি বর্তমানে পূর্ব উত্তরপ্রদেশ–বিহার সীমান্তে অবস্থান করছে এবং ক্রমে উত্তর-পূর্ব দিকে নেপাল, উত্তরবঙ্গ ও সিকিমের দিকে অগ্রসর হচ্ছে। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের প্রভাবে সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক দিন এই জেলাগুলিতে প্রায় শুষ্ক আবহাওয়া ছিল, যার ফলে নদীগুলির জলস্তর অনেকটা নেমে গিয়েছে। এর ফলে হঠাৎ প্লাবনের (স্থানীয়ভাবে ‘হরপা বান’) আশঙ্কা আপাতত কম।
তবে নদীর তীর ও বাঁধের আশপাশে সতর্কতা জারি রাখা হয়েছে। বিশেষ নজরদারি চালানো হচ্ছে সেইসব জায়গায়, যেখানে ৪ অক্টোবরের বন্যায় নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে ঢালু ও ভূমিধসপ্রবণ অঞ্চলে মাটির স্থিতি নষ্ট হয়ে ফের বিপদের আশঙ্কা তৈরি হতে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।










