Home / খবর / রাজ্য / শুভেন্দুর বিরুদ্ধে বিএলও-দের ভয় দেখানোর অভিযোগ, নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

শুভেন্দুর বিরুদ্ধে বিএলও-দের ভয় দেখানোর অভিযোগ, নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

কোলফিল্ড টাইমস: রাজ্যের বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) ভয় দেখানোর অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাতে দলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেন।

অরূপ বিশ্বাসের দাবি, শুভেন্দু অধিকারী বিহারের উদাহরণ টেনে বিএলও-দের ভয় দেখিয়ে ফৌজদারি অপরাধ করেছেন। কমিশনকে দেওয়া চিঠিতে তিনি লেখেন, “ভোটার তালিকার অখণ্ডতা রক্ষার দায়িত্ব যাঁদের হাতে, তাঁদের পরিকল্পিতভাবে ভয় দেখানো হচ্ছে। যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, পশ্চিমবঙ্গে স্বচ্ছ ও অবাধ নির্বাচন সম্ভব হবে না।”

অরূপের দাবি, এসআইআর প্রক্রিয়া ঘোষণার পর একজন নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এমন মন্তব্য ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ ধারার আওতায় ফৌজদারি অপরাধের শামিল। তৃণমূল তাদের অভিযোগপত্রে শুভেন্দুর বক্তব্যের ভিডিয়ো লিঙ্কও যুক্ত করেছে।

তৃণমূলের তরফে কমিশনের কাছে তিনটি পদক্ষেপের দাবি জানানো হয়েছে— শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিয়ে পুলিশকে এফআইআর-এর নির্দেশ দিতে হবে। বিএলও ও অন্যান্য নির্বাচনী আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করে রাজনৈতিক ভয় দেখানো রুখতে কমিশনকে জরুরি নির্দেশিকা জারি করতে হবে। সব রাজনৈতিক দলকে জানিয়ে দিতে হবে, নির্বাচনী আধিকারিকদের ভয় দেখালে কী শাস্তি হতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের সামনে বলেন, “বিহারের ৫২ জন বিএলও এখনও জামিন পাননি। আপনাদেরও জেলে কাটাতে হবে, আমরা তথ্য-নথি জোগাড় করে দেব।” এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, এবং তৃণমূল এখন আনুষ্ঠানিকভাবে কমিশনের হস্তক্ষেপ চেয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *