কলকাতা: রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশ এক হয়ে যাবে— সাংসদের এই মন্তব্যের পরেই সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক শুক্রবার এক্স-এ লেখেন, “বিজেপি যদি সত্যিই দেশের ঐক্য ও সার্বভৌমত্বে বিশ্বাস করে, তাহলে এই সাংসদকে অবিলম্বে দল থেকে বরখাস্ত করুন।” তিনি অভিযোগ করেন, সাংসদের এমন মন্তব্য দেশের অখণ্ডতার পরিপন্থী এবং বিপজ্জনক।
বিতর্কের সূত্রপাত বৃহস্পতিবার মাটিয়ারি বানপুরে বিজেপির এক সভায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জগন্নাথ সরকার বলেন, “কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।” তাঁর আরও বক্তব্য, “তৃণমূল জিতলেও কাঁটাতার থাকবে না, কিন্তু ওটা বাংলাদেশই থাকবে।”
বিজেপি সাংসদের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বক্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং দেশের সংবিধান-বিরোধী। তৃণমূলের দাবি, এমন মন্তব্যের মাধ্যমে বিজেপি আসল উদ্দেশ্য প্রকাশ করে ফেলেছে।
এদিকে, কেন্দ্র দাবি করেছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার জন্য। কিন্তু ঠিক সেই সময়েই বিজেপি সাংসদের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।










