Home / খবর / দেশ / দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিঁধলেন মোদী, নিশানায় পার্থ-জ্যোতিপ্রিয়

দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিঁধলেন মোদী, নিশানায় পার্থ-জ্যোতিপ্রিয়

narendra modi

শুক্রবার বিকেলে দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভা করে দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, দুর্নীতি বিরোধী বিল নিয়েও তৃণমূলের অবস্থানকে skচিহ্নিত করে কটাক্ষ করলেন তিনি।

মোদীর বক্তব্যে বারবার উঠে এল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। তিনি বলেন, “শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতারের পরেও পদ ছাড়তে চাননি তৃণমূলের মন্ত্রী। রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া মন্ত্রীও মন্ত্রিত্ব ছাড়েননি। মানুষের ভাবনা নেই এঁদের, কেবল নিজেদের স্বার্থই বড়।” মোদীর দাবি, দুর্নীতির দায়ে জেলে থেকেও দায়িত্ব পালন সংবিধানের অপমান।

প্রধানমন্ত্রী আরও বলেন, “দুর্নীতি করলে প্রধানমন্ত্রীর কুর্সিও থাকবে না। কিন্তু তৃণমূল সংসদে এই আইনের বিরোধিতা করছে। আসলে, দুর্নীতি বাঁচানোই ওদের উদ্দেশ্য।” একইসঙ্গে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকেও নিশানা করেন।

বাংলার উন্নয়ন প্রসঙ্গেও তৃণমূলকে skচিহ্নিত করে আক্রমণ শানালেন মোদী। তাঁর অভিযোগ, “স্মার্ট সিটি মিশনে দমদমের উন্নতি হতে পারত। কিন্তু তৃণমূল সরকারের কারণে তা আটকে গেছে। কেন্দ্রীয় প্রকল্প কার্যকর করতে বাধা দেওয়া ছাড়া এদের কাজ নেই।”

জনসভা থেকে মোদী বাংলার মানুষের উদ্দেশে বার্তা দেন— “বাংলায় বিজেপির সরকার তৈরি করুন। বিকশিত বাংলা, মোদীর গ্যারান্টি। বাংলার গৌরবের অতীত ফিরিয়ে আনতে হবে। তাই একসঙ্গে বলতে হবে— তৃণমূলকে সরাও, বাংলাকে বাঁচাও।”

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *