কোলফিল্ড টাইমস: ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হল হিমাচল প্রদেশ। শনিবার ভোরে বিলাসপুর জেলার গুত্রাহানে অল্প সময়ে প্রবল বর্ষণে ধসে পড়ে একাধিক বাড়ির অংশ, রাস্তা ও কৃষিজমি। কাদার স্রোতে ভেসে যায় আশপাশের চাষের জমি, ধ্বংসস্তূপে চাপা পড়ে দাঁড়িয়ে থাকা বহু গাড়ি। যদিও এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি, তবে ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মেঘভাঙা বৃষ্টির পর জলের প্রবল স্রোতে ভেঙে যায় রাস্তা ও বাড়িঘরের একাংশ। প্রবল কাদাস্রোত তলিয়ে দেয় বিস্তীর্ণ কৃষিজমি। ইতিমধ্যেই বৃষ্টির জেরে শুক্রবার রাতেই অটারি-লেহ জাতীয় সড়ক ও অমৃতসর-ভোটা রোড-সহ তিনটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ রাখতে হয়েছে। আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল, শনিবার ও রবিবার হিমাচলের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
চলতি বর্ষায় বারবার মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বান ব্যাপক ক্ষতির কারণ হয়েছে পাহাড়ি এই রাজ্যে। ২০ জুন থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত ২১৮ জন। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এ বছর হিমাচলে স্বাভাবিকের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সরকারি হিসেবে, এই সময়ে উত্তরাখণ্ড সরকারের ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ৪,৪৬৫ কোটি টাকা।