কোলফিল্ড টাইমস: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার দাবিতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের করা আবেদনের রায় আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চে মামলাটি ওঠে।
রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল। তাঁর বক্তব্য, “ডিএ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য তাদের নিজস্ব কাঠামো অনুসরণ করতে পারে। কেন্দ্র তার মতো করে দেয়, রাজ্যও তাদের মতো করে দিতে পারে। কস্ট অফ লিভিং অর্থাৎ জীবনযাত্রার খরচ, স্থান ও পরিস্থিতি সবই মাথায় রাখতে হবে। তাই শুধু আর্থিক সক্ষমতা দিয়ে বিষয়টি বিচার করা যাবে না।”
সব পক্ষের বক্তব্য শোনার পর বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্য সরকারকে এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত লিখিত বক্তব্য জমা দিতে হবে। তার পরবর্তী এক সপ্তাহের মধ্যে মামলাকারী সংগঠনগুলিও প্রতিক্রিয়া জমা দেওয়ার সুযোগ পাবে। এই প্রক্রিয়া শেষ হলেই আদালত রায় ঘোষণা করবে। তবে এও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই মামলায় আর কোনও মৌখিক শুনানি হবে না।
শুনানি শেষ হয়ে যাওয়ায় সরকারি কর্মীদের মধ্যে আশা আরও বেড়েছে। বহু বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর তাঁরা মনে করছেন, এবার ইতিবাচক রায় আসতে পারে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কর্মীর আর্থিক ভবিষ্যৎ এবং কর্মজীবনের একটি বড় অধ্যায় এই রায়ের উপর নির্ভর করছে।
সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে উপস্থিত থেকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আজ বকেয়া ডিএ মামলার শুনানি শেষ হল। এখন আরও দু’তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে রাজ্য সরকার হলফনামা জমা দেবে, তার এক সপ্তাহের মধ্যে আমরা রিজয়েন্ডার দেব। তারপরেই সুপ্রিম কোর্ট রায়দান করবে।”