জামুড়িয়া ও আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়া শিল্পাতালুকের শেখপুর এলাকায় একটি বেসরকারি কারখানায় একটি দুর্ঘটনায় এক কর্মীর মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সকালে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। কাজের সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ওই শ্রমিকের মৃত্যু হয়। মৃত শ্রমিকের নাম কেশব বাউরি (৩৬)। তিনি জামুড়িয়া থানার চুরুলিয়ার বাসিন্দা। ঘটনার পরে মৃত কর্মীর সহকর্মীরা কারখানার নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ তোলেন।
তাদের দাবি, যদি যথাযথ সুরক্ষা সামগ্রী ও সতর্কতা অবলম্বন করা হতো, তবে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কারখানার কর্মী ও স্থানীয় শ্রমিক সংগঠনের সদস্যরা কারখানার মেন গেটের সামনে জড়ো হয়ে ক্ষতিপূরণ এবং মৃতের পরিবারের আর্থিক সহায়তার দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাতে কারখানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে তাদের দাবি পূরণ করার আশ্বাস দেওয়া হবে বলে, আশ্বাস মিললে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কারখানার কর্মী মিঠুন বাদ্যকর ও মহম্মদ আফজল বলেন, কেশব বাউরি এদিন সকালে কারখানায় কাজ করছিলেন। তখন চেন ব্লক স্লিপ করায় কেশব প্লাটফর্মে পড়ে যায় ও তার মৃত্যু হয়। তারা বলেন, এই কারখানায় কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা বলতে কিছু নেই। কোনও এ্যাম্বুলেন্স নেই। আমাদের দাবি, কারখানায় কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি, মৃত কর্মীর পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।
পুলিশ জানায়, আসানসোল জেলা হাসপাতালে মৃত কর্মীর দেহের ময়নাতদন্ত করা হয়েছে। তবে, এই ঘটনা ও কর্মীদের অভিযোগ ও দাবি নিয়ে ওই কারখানা কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।










