কলকাতার রাজাবাজার এলাকায়। ছবি: রাজীব বসু
মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু করলেন বুথ লেভেল অফিসাররা (BLO)। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, প্রথম দিনেই বাংলায় ১৮ লক্ষের বেশি ফর্ম বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনও গণ্ডগোলের খবর মেলেনি।
জাতীয় নির্বাচন কমিশন গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরুর ঘোষণা করে। সেই অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হয় ফর্ম বিলির কাজ। এক মাস ধরে প্রতিটি পরিবারের কাছে ফর্ম পৌঁছে দেবেন বিএলও-রা।
রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই শুরু হয়েছে এই কাজ। বিএলও-দের হুমকি দেওয়া ও তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আগে থেকেই। তবে কমিশন জানিয়ে দিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য প্রশাসনের। রাজ্যের নোডাল অফিসারও জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের (BLA) ভূমিকাও গুরুত্বপূর্ণ। কমিশনের আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দল এখন পর্যন্ত মোট ৬৩,৯৪০ জন বিএলএ নিয়োগ করেছে। এর মধ্যে বিজেপির ২৪,৮৫৮ জন, তৃণমূলের ১৩,৫২৬ জন, সিপিএমের ১৮,৭০৬ জন এবং কংগ্রেসের ৫,৭৯৭ জন রয়েছেন।
প্রথম দিন ফর্ম বিলির সময় কিছু এলাকায় নথি চাওয়ার অভিযোগ উঠলেও নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে— বিএলও বা বিএলএদের কোনও নথি নেওয়ার বা দেওয়ার প্রয়োজন নেই। তাঁদের কাজ কেবল ফর্ম দেওয়া ও সংগ্রহ করা।
কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত জেলা নির্বাচন আধিকারিক (DEO), নির্বাচন নিবন্ধন আধিকারিক (ERO) ও বিএলও-রা পূর্ণ সময়ের জন্য এই এসআইআর প্রক্রিয়ার কাজ চালিয়ে যাবেন।










