উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কাকদ্বীপ: নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীতে নোঙর করে রাখা ট্রলার থেকে ক্রমাগত চুরি হয়ে যাচ্ছে ডিজেল ও মাছ। এই ঘটনায় চরম উদ্বেগে ট্রলার মালিকরা। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
ট্রলার মালিকদের অভিযোগ, রাতের অন্ধকারে ট্রলারে ঢুকে চুরি হয়ে যাচ্ছে ডিজেল, যা পরে বাজারমূল্যের চেয়ে কম দামে খোলাবাজারে বিক্রি হচ্ছে। তাঁদের ধারণা, এই চুরির সঙ্গে কয়েকজন অসাধু মৎস্যজীবী যুক্ত।
এক ট্রলার মালিক বলেন, “এ বছর সমুদ্রে সেভাবে মাছ মেলেনি, ট্রলার চালানোর খরচটুকুও ওঠেনি। তার উপর ডিজেল চুরি হয়ে যাচ্ছে প্রায়ই দিন। সেই ডিজেল আবার বিক্রিও হচ্ছে বাজারে। কখন এই চুরি হচ্ছে, বোঝাই যাচ্ছে না। শুধু তেল নয়, মাছও চুরি হচ্ছে ট্রলার থেকে।”
বিষয়টি ইতিমধ্যেই স্থানীয় মৎস্যজীবী সংগঠনকে জানানো হয়েছে। সংগঠনের সম্পাদক বিজন মাইতি বলেন, “ঘটনাটা আমাদের নজরে এসেছে। নদীতে নোঙর অবস্থায় ট্রলার থেকে তেল ও মাছ চুরি হচ্ছে। সম্ভবত কিছু অসাধু মৎস্যজীবী এতে জড়িত। বেশ কয়েকজন ট্রলার মালিক অভিযোগ জানিয়েছেন। আমরা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, যাতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।”










