Home / খবর / খেলা / বিশ্বসেরা ভারতকন‍্যারা! প্রথম বার মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতল হরমনপ্রীতদের দল

বিশ্বসেরা ভারতকন‍্যারা! প্রথম বার মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতল হরমনপ্রীতদের দল

কোলফিল্ড টাইমস: নবি মুম্বইয়ে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল হরমনপ্রীত কৌরদের “উইমেন ইন ব্লু”।

টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলফার্ট। বৃষ্টিভেজা পরিবেশে ধীরে শুরু করেছিলেন স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা। কিন্তু ১৮ ওভারের মধ্যেই তারা তুলে ফেলেন শতরানের পার্টনারশিপ। স্মৃতি ৪৫ রানে ফিরলেও ঝড়ো ব্যাটিংয়ে ইনিংস সামলান শেফালি। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েও ৭৮ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

সেমিফাইনালের নায়িকা জেমাইমা রডরিগেজ (২৪) ও অধিনায়ক হরমনপ্রীত (২০) বড় রান পাননি। তবে রিচা ঘোষের ২৪ বলে ৩৪ ও দীপ্তি শর্মার ধৈর্যশীল হাফসেঞ্চুরিতে ভারত পৌঁছে যায় ২৯৮ রানে। শেষদিকে আরও ২৫-৩০ রান যোগ হতে পারত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার আশা জাগান লরা উলফার্ট। দুরন্ত সেঞ্চুরি (১০১) করলেও শেষ পর্যন্ত দলের জয় আনতে পারেননি। তাঁর ওপেনিং সঙ্গী তাজমিন ব্রিটস (২৩) ও সুনে লুসকে (৩৯) হারানোর পর ইনিংস চাপে পড়ে। সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন শেফালি বর্মা—দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে ম্যাচ ঘুরিয়ে দেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষভাগে রাধা যাদবের ওভারে ১৭ রান উঠলেও ভারতকে বিপদ থেকে বাঁচান অমনজ্যোত কৌর। দীপ্তি শর্মার বলে লরার ক্যাচ তিনবারের চেষ্টায় হাতে ধরে ম্যাচ কার্যত ভারতের দিকে নিয়ে আসেন তিনি।

বল হাতে দীপ্তি শর্মা ছিলেন দুরন্ত—তুললেন ৫ উইকেট। সেই সঙ্গে তাঁর হাফসেঞ্চুরিও ভারতীয় জয়ের ভিত গড়ে দেয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *