কোলফিল্ড টাইমস: নিজের বাড়ির সামনে হামলার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। অভিযোগ, এক অজ্ঞাতপরিচয় যুবক আচমকা এসে তাঁর মুখে ঘুষি মেরে রাস্তায় ফেলে দেয়। পরে স্থানীয় তৃণমূল কর্মীরা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
জানা গিয়েছে, রবিবার হাবড়া থেকে সল্টলেকের বাড়িতে ফিরেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, যাঁর বাড়ির লাগোয়া একটি অফিসও রয়েছে। অভিযোগ, ওই অফিসে ঢোকার মুখেই তাঁর উপর হামলা হয়। এক যুবক হঠাৎ এসে ঘুষি মারতেই তিনি রাস্তায় পড়ে যান। তাঁর চিৎকারে কর্মীরা ছুটে এসে যুবককে আটকান ও পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে।
তৃণমূল সূত্রে খবর, যুবকটি এতটাই আক্রমণাত্মক ছিল যে, কয়েকজন মিলে তাকে নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। ঘটনায় প্রাক্তন মন্ত্রীর মুখে সামান্য আঘাত লাগে, তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, হঠাৎ এই ঘটনায় তিনি মানসিকভাবে কিছুটা আঘাত পেয়েছেন।
জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, তিনি অভিযুক্তকে চেনেন না। বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুপুর তিনটা নাগাদ ওই যুবক বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন। পরে কিছুক্ষণের জন্য সরে গিয়ে ফের ফিরে এসে হামলা চালান। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়ানোর পর ২০২৩ সালে ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। ১৪ মাস জেলবন্দি থাকার পর গত ১৫ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান। এরপর তাঁকে মন্ত্রিত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়।










