ছবি: রাজীব বসু
আজ, ১১ই সেপ্টেম্বর, ঐতিহাসিক দিন। এই দিনেই ১৮৯৩ সালে শিকাগোর ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ রেখেছিলেন তাঁর অমর বক্তৃতা। সেই স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে এবং ছাত্র-যুবসমাজের মধ্যে স্বামীজির আদর্শ ছড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হল স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ।
বুধবার স্বামীজির কর্মভূমি বেলুড় মঠের ময়দানে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ও মনোজ তিওয়ারি, স্থানীয় বিধায়ক রানা চট্টোপাধ্যায়, কল্যাণ ঘোষ, গৌতম চৌধুরী, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস, ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের কর্মকর্তারা এবং প্রাক্তন ফুটবলাররা।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বোধসরানন্দজী মহারাজ ও ম্যানেজার স্বামী জ্ঞানব্রতানন্দ।

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতর ও আইএফএ যৌথভাবে এই তিন মাসব্যাপী প্রতিযোগিতার আয়োজন করেছে। রাজ্যের ২৩টি জেলা মিলিয়ে মোট ৩৪৮টি খেলা হবে। টুর্নামেন্টের পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লক্ষ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লক্ষ টাকা এবং রানার্স দল পাবে ৩ লক্ষ টাকা।