কলকাতায় টানা বর্ষণের জেরে দুর্গাপুজোর ছুটি কার্যত তিন দিন আগেই শুরু হয়ে গেল রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষা দফতর মঙ্গলবারই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২৪ ও ২৫ সেপ্টেম্বর—এই দু’দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে, নির্ধারিত সময়ের আগেই মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল পুজোর ছুটি।
মুখ্যমন্ত্রী দুপুরে সাংবাদিকদের বলেন, “আমি সরকারকে এখনই বিজ্ঞপ্তি দিতে বলছি। আজ থেকেই স্কুল-কলেজ বন্ধ থাকবে। আশা করি শিক্ষামন্ত্রী বিষয়টি খেয়াল করবেন।” পাশাপাশি, সিবিএসই ও আইসিএসই বোর্ডের স্কুলগুলিকেও অন্তত দু’দিন ছুটি দেওয়ার অনুরোধ জানান তিনি।
শিক্ষাসচিবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভারী বৃষ্টি এবং আগামী দু’দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাহাড়ি এলাকার স্কুলগুলিকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে।
এর পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাজমাধ্যমে লেখেন, “২৬ সেপ্টেম্বর থেকে সরকারি ভাবে পুজোর ছুটি শুরু হওয়ার কথা থাকলেও, কার্যত কাল থেকেই দুর্গাপুজোর ছুটি পড়ে যাচ্ছে।” তিনি আরও অনুরোধ করেন, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা বাড়িতে থেকেই নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম সেরে নেবেন।