Home / খবর / দেশ / উপরাষ্ট্রপতি নির্বাচনে টানটান উত্তেজনা, ফলাফল আজই

উপরাষ্ট্রপতি নির্বাচনে টানটান উত্তেজনা, ফলাফল আজই

জগদীপ ধনকড়ের আচমকা অবসরের পর মঙ্গলবার হতে চলেছে দেশের সপ্তদশ উপরাষ্ট্রপতি নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ভোটগণনা। রাতেই জানা যাবে দেশের নতুন উপরাষ্ট্রপতির নাম।

এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এনডিএ সমর্থিত প্রার্থী, মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমর্থিত প্রার্থী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। এর মধ্যে যিনি জয়ী হবেন, তিনিই দেশের সপ্তদশ উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

ভোটগ্রহণের শুরুতেই সংসদে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম ভোটদাতা হিসেবেই ভোট দেন তিনি।

সংসদের দুই কক্ষের সাংসদদের নিয়ে তৈরি হয়েছে নির্বাচকমণ্ডলী। লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সাংসদ এবং রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সাংসদ ও ১২ জন মনোনীত সাংসদ মিলিয়ে মোট ৭৮১ জন সাংসদের ভোট দেওয়ার কথা। তবে রাজ্যসভায় ছ’টি আসন খালি থাকায় ৭৭৫ জন সদস্য কার্যত ভোটদানের যোগ্য। এর মধ্যে কেসিআর-এর ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) এবং নবীন পট্টনায়কের বিজু জনতা দল (বিজেডি) ভোটদানে বিরত থাকায় ৭৭০ জন সাংসদের ভোটেই নির্ধারিত হবে দেশের আগামী উপরাষ্ট্রপতির ভাগ্য।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *