প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি প্রকাশ নিয়ে দীর্ঘ বিতর্কে অবসান ঘটাল দিল্লি হাই কোর্ট। সোমবার বিচারপতি শচীন দত্ত রায় দেন যে, দিল্লি বিশ্ববিদ্যালয়কে প্রধানমন্ত্রীর স্নাতক ডিগ্রির তথ্য প্রকাশ করতে হবে না। একইসঙ্গে এ বিষয়ে কেন্দ্রীয় তথ্য কমিশনের নির্দেশও খারিজ করে দিয়েছে আদালত।
শুনানির সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ব্যক্তিগত তথ্য প্রকাশে গোপনীয়তার অধিকার তথ্য জানার অধিকারের চেয়ে গুরুত্বপূর্ণ। নিছক কৌতূহল মেটানোর জন্য বিশ্ববিদ্যালয় কোনও শিক্ষার্থীর ব্যক্তিগত নথি প্রকাশ করতে বাধ্য নয়। তবে আদালত চাইলে নথি জমা দেওয়া হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
অন্যদিকে আরটিআই কর্মী নিরজ কুমারের দাবি, বৃহত্তর জনস্বার্থে প্রধানমন্ত্রী মোদীর শিক্ষাগত যোগ্যতা জনসমক্ষে আনা জরুরি। তাঁর আবেদনের ভিত্তিতেই ২০১৬ সালে কেন্দ্রীয় তথ্য কমিশন তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধেই দিল্লি বিশ্ববিদ্যালয় হাই কোর্টে যায়।
উল্লেখ্য, বিরোধীদলগুলি দীর্ঘদিন ধরেই মোদীর ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলছিল। বিজেপি ডিগ্রির কপি প্রকাশ করলেও রাজনৈতিক মহলে বিতর্ক চলছিল। সোমবারের রায় সেই আইনি লড়াইয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়কে বড় স্বস্তি দিয়েছে।