কোলফিল্ড টাইমস: বুধবার সকালেই চাঞ্চল্য ছড়াল বিদ্যাসাগর সেতুতে। সাতটা নাগাদ সেতুর ওপর দিয়ে যাওয়া এক বেসরকারি যাত্রিবাহী বাসে আচমকা আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই গোটা বাস দাউ দাউ করে জ্বলতে থাকে। সৌভাগ্যবশত দ্রুত যাত্রীদের নামিয়ে দেওয়ায় বড়সড় বিপদ এড়ানো গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ হতাহত না হলেও সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় বাসটি।
দমকল সূত্রে প্রাথমিক অনুমান, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার সময় বাসটি হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে।
এই ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা বিদ্যাসাগর সেতুর ওপর যান চলাচল ব্যাহত হয়। কর্মস্থলে যাওয়ার পথে দীর্ঘ যানজটে নাকাল যাত্রী ও গাড়িচালকেরা। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।










