Home / খবর / জেলায় জেলায় / উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির আশ্বাস

উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির আশ্বাস

জলপাইগুড়ি: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের সদস্যদের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন তিনি। এর পাশাপাশি, পরিবারের একজনের চাকরির আশ্বাসও দিলেন মুখ্যমন্ত্রী।

পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও শিলিগুড়ির একাংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েক হাজার মানুষ এই দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হন বলে দাবি। সোমবার মুখ্যমন্ত্রী নাগরাকাটা-সহ ক্ষতিগ্রস্ত এলাকা গুলির একাংশের পরিস্থিতি খতিয়ে দেখেন। ক্ষতিগ্রস্ত রাস্তা, বাঁধ ও ঘরবাড়ির দ্রুত মেরামতির নির্দেশ দেন তিনি। জলের তোড়ে যাদের গৃহস্থালির সামগ্রী ভেসে গিয়েছে তাদেরও ওই সামগ্রী দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকেও একহাত নেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমি এখানে রাজনীতির কথা বলতে আসিনি। তবে কেন্দ্রীয় বঞ্চনার শিকার আমরা। বন্যা মোকাবিলার টাকাও কেন্দ্র দিচ্ছে না।”

তিনি আরও বলেন, “আগামীকাল মিরিকের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করব। ওখানেও প্রচুর ক্ষতি হয়েছে।” এ দিন দুর্গতদের মাঝে ত্রাণ বিলি করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন মুখ্যসচিব, জেলাশাসক, জেলা পুলিশ সুপার-সহ পদস্থ আধিকারিকেরা।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *