Home / খবর / দেশ / স্টেট ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি, নগদ ৮ কোটি টাকা ও ৫৮ কেজি সোনা লুট

স্টেট ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি, নগদ ৮ কোটি টাকা ও ৫৮ কেজি সোনা লুট

কোলফিল্ড টাইমস: কর্ণাটকের বিজয়পুরায় আবারও ঘটল ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি। মঙ্গলবার সন্ধ্যায় শহরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় ঢুকে দুষ্কৃতীরা দেশি পিস্তল দেখিয়ে কর্মীদের মারধর করে বেঁধে রেখে কোটি কোটি টাকা এবং বিপুল পরিমাণ সোনা লুট করে পালিয়েছে।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকাতদল মোট ৫৮ কেজি সোনা এবং প্রায় ৮ কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে। ঘটনার সময় অভিযুক্তদের পরনে ছিল সেনার পোশাক। ব্যাঙ্ক বন্ধ হওয়ার কয়েক মিনিট আগে তারা ঢুকে পড়ে ম্যানেজার এবং কোষাধ্যক্ষকে হুমকি দেয়। এরপর উপস্থিত কর্মীদের বেঁধে ফেলে। এতটাই দ্রুত সবকিছু ঘটে যে বিপদঘণ্টি বাজানোর সুযোগই পাননি কেউ।

পুলিশ সূত্রে খবর, যে গাড়ি করে দলটি এসেছিল, সেটি পরে একটি ফাঁকা রাস্তায় উদ্ধার করা হয়েছে। অনুমান করা হচ্ছে, দুষ্কৃতীরা মহারাষ্ট্রের দিকে পালিয়েছে। তাদের ধরতে কর্ণাটক ও মহারাষ্ট্র পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। চলছে রাস্তায় রাস্তায় নাকা চেকিং ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা।

প্রসঙ্গত, এর আগে জুন মাসেই বিজয়পুরার কানাড়া ব্যাঙ্কে ডাকাতি হয়েছিল। সে সময় প্রায় ৫৯ কেজি সোনা ও নগদ ৫ লক্ষ ২০ হাজার টাকা লুট হয়। আড়াই মাসের মধ্যে একই শহরে ফের বড়সড় ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তখন গ্রেফতার হয়েছিলেন ব্যাঙ্ক ম্যানেজার-সহ কয়েক জন কর্মী।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *