রেল মানচিত্রে জায়গা করে নিল মিজোরাম। শনিবার সকালে ভৈরবী-সাইরাং রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবহাওয়ার কারণে অনুষ্ঠানস্থলে যেতে না পেরে আইজল বিমানবন্দর থেকেই আনুষ্ঠানিকভাবে সূচনা করেন তিনি। একই সঙ্গে বিরোধীদের নিশানা করে মোদী অভিযোগ করেন, ‘‘যেখানে ভোট, সেখানেই নজর বিরোধীদের। ভোটব্যাঙ্কের রাজনীতি ছাড়া আর কিছুই তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।’’
মোদীর দাবি, বহু বছর ধরে রাজনৈতিক স্বার্থে উত্তর-পূর্বকে অবহেলা করা হয়েছে। বিজেপি ভিন্ন নীতিতে কাজ করছে বলেই এখন অবহেলিতরা মূলস্রোতে যুক্ত হচ্ছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কটাক্ষ করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘‘দু’বছর পরে অবশেষে তিনি মণিপুর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এত দেরি করা খুবই দুর্ভাগ্যজনক। স্বাধীনতার পর থেকে যে কোনও প্রধানমন্ত্রী মানুষের দুঃখে পাশে দাঁড়িয়েছেন। মোদীজিই ব্যতিক্রম।’’
প্রসঙ্গত, এদিনই আইজল থেকে দিল্লি পর্যন্ত প্রথম রাজধানী এক্সপ্রেসের সূচনা হয়। ভৈরবী-সাইরাং রেল প্রকল্পে ব্যয় হয়েছে ৮ হাজার ৭০ কোটি টাকা। এই রেলপথে রয়েছে ৪৫টি সুড়ঙ্গ ও ১৪২টি সেতু। এর মধ্যে সাইরাং-এর কাছে ১১৪ মিটার উঁচু ১৪৪ নম্বর সেতুটি কুতুব মিনারের থেকেও উঁচু বলে জানা গিয়েছে।