জগদীপ ধনখড়ের পর কে হবেন ভারতের উপ-রাষ্ট্রপতি, তা নিয়ে জল্পনার মাঝেই এনডিএ-র প্রার্থী ঘোষণা করল বিজেপি। রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা জানান, মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকেই এই পদের জন্য বেছে নেওয়া হয়েছে। বিজেপির প্রস্তাবিত নামকে সমর্থন করেছে শরিক দলগুলিও।
নড্ডা বলেন, “সকলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই, উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নয়, সর্বসম্মতভাবেই রাধাকৃষ্ণণকে বেছে নেওয়া হোক।” বিরোধীদেরও সমর্থন চেয়েছেন তিনি।
তামিলনাড়ুর কোয়মবত্তুর থেকে দু’বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাধাকৃষ্ণণ। তিনি রাজ্যের বিজেপি সভাপতিও ছিলেন। রাজনৈতিক মহলের মতে, দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলনাড়ুতে জমি তৈরি করতে এই পদক্ষেপ বিজেপির কৌশলগত চাল। আগামী বছর সেখানে বিধানসভা ভোট রয়েছে।
ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি রাধাকৃষ্ণণ নির্বাচিত হলে তিনিই হবেন তামিলনাড়ু থেকে তৃতীয় উপরাষ্ট্রপতি। ফলে দক্ষিণে ভাষা ও সামাজিক সমীকরণকে সামনে রেখে বিজেপি একাধিক বার্তা দিল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।