স্বাধীনতা দিবসের ভাষণ থেকে পাকিস্তানকে সরাসরি কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা থেকে তাঁর ঘোষণা, “ভারত আর কোনও পরমাণু যুদ্ধের হুমকি সহ্য করবে না, কোনও রকম ব্ল্যাকমেলের ফাঁদে পড়বে না।”
সম্প্রতি পাক সেনাপ্রধান আসিম মুনির এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর পরমাণু যুদ্ধসংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া দেন মোদী। তিনি জানান, পাক অধিকৃত এলাকায় ভারতীয় সেনার ধ্বংসযজ্ঞ এতটাই ব্যাপক ছিল যে, এখনও নতুন তথ্য উঠে আসছে। পহেলগাঁও হামলার পর থেকেই সেনাকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সিন্ধু জল চুক্তি নিয়েও কঠোর অবস্থান প্রকাশ করেন মোদী। তাঁর বক্তব্য, “ভারত সিদ্ধান্ত নিয়েছে—রক্ত আর জল একসঙ্গে বইবে না।” সাত দশক ধরে এই চুক্তি ভারতীয় কৃষকদের ক্ষতি করেছে এবং শত্রু দেশের জমি সেচের সুযোগ দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।