অনলাইন কোল ফিল্ড টাইমস সংবাদদাতা, কুলটি ও আসানসোল : ট্রাক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ডাম্পার চালকের। মৃত ডাম্পার চালকের নাম গৌতম বাউরি ( ৩০)। তার বাড়ি আসানসোলের সালানপুর থানার ক্ষুদিকা গ্রামে।
রবিবার রাতে আসানসোলের কুলটি থানার আসানসোল চিত্তরঞ্জন রোডের নিমতলা মোড় সংলগ্ন রাস্তায় ট্রাক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ।
এই ঘটনার জেরে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় ডাম্পার চালককে উদ্ধার করে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালের এমারজেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাম্পার চালককে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ডাম্পার চালকের মৃতদেহর ময়নাতদন্ত। এরপর পরিবারের লোক ও স্থানীয় বাসিন্দারা ডাম্পার চালকের দেহ নিমতলা মোড় সংলগ্ন রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষতিপূরণের দাবিতে।
খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ আসে।
বেশ কিছুক্ষনের চেষ্টায় পুলিশ দাবি পূরণের আশ্বাস দিয়ে অবরোধ বিক্ষোভ তুলে দেয়।




Be First to Comment