অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: আইপিএলে আজ (শুক্রবার) মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। এ বারের মরশুমে দশম ম্যাচ খেলতে নামছে কেকেআর। ঘরের মাঠ ইডেনে পর পর পাঁচটি ম্যাচ খেলার পর কলকাতার এটি অ্যাওয়ে ম্যাচ।
ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের টিকিট পাকা করতে হলে এখনও ২টি জয় দরকার কেকেআরের। হাতে রয়েছে ৫টি ম্যাচ। রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যদের মুম্বইকে হারাতে পারলে পয়েন্টের বিচারে একক ভাবে দ্বিতীয় স্থানে থাকতে পারবে শ্রেয়স আয়ারের দল। ন’ম্যাচে কলকাতার পয়েন্ট ১২।
অন্য দিকে, মুম্বই এই ম্যাচে হারলে এ বারের আইপিএল থেকে তারা কার্যত ছিটকে যাবে। ১০টি ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিতে ছয় পয়েন্ট পেয়েছে মুম্বই। সবার শেষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর থেকে নেট রানে রেটের বিচারে মুম্বই এক ধাপ উপরে।

আজ ওয়াংখেড়েতে খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে। মোবাইলে খেলা দেখা যাবে জিও সিনেমা অ্যাপে।




Be First to Comment