আসানসোল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেই প্রতিবাদের পথে হাঁটল যুব কংগ্রেস। বুধবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে পকোড়া ভেজে পালন করা হলো “জাতীয় বেকারত্ব দিবস” বা ন্যাশানাল আনএমপ্লয়মেন্ট ডে। শহরের জেলা গ্রন্থাগার সংলগ্ন যুব কংগ্রেস কার্যালয়ে আয়োজন করা হয় এই কর্মসূচি।
জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখোপাধ্যায় অভিযোগ করে বলেন, ‘‘১১ বছর আগে ক্ষমতায় আসার সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিবছর দুই কোটি যুবককে চাকরি দেবেন। কিন্তু এতদিন পরও তা বাস্তবায়িত হয়নি। বরং দেশে বেকারত্ব ভয়াবহ আকার নিয়েছে। তরুণরা উচ্চশিক্ষিত হয়েও কাজ পাচ্ছে না।’’ তিনি আরও জানান, সেই প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদেই প্রতীকীভাবে পকোড়া ভেজে এই কর্মসূচি পালিত হচ্ছে।
অনুষ্ঠানে সৌভিক মুখোপাধায় ছাড়াও উপস্থিত ছিলেন গৌরব রায়, মিঠুন হরিজন, পারভেজ খান, অনিল চাকলাদার, সুশোভন সিনহা, মহম্মদ শাকির, মহম্মদ রাজু ও শাদাব হুসেন।
প্রসঙ্গত, এদিনের কর্মসূচির পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে ভোটকে কেন্দ্র করে এক বিশেষ স্বাক্ষর সংগ্রহ অভিযানেরও সূচনা করা হয়েছে।