Home / খবর / জেলায় জেলায় / বিধানসভার নির্বাচনে আগে রায়দীঘিতে একের পর এক সমবায়ে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের

বিধানসভার নির্বাচনে আগে রায়দীঘিতে একের পর এক সমবায়ে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর : সামনে বিধানসভার নির্বাচন।আর তার আগে একের পর এক সমবায়ে জয়ের ধারা অব্যাহত রয়েছে শাসক তৃণমূল কংগ্রেসের। শুক্রবার মথুরাপুর দুই নম্বর ব্লকের রায়দীঘি বিধানসভার নন্দকুমারপুর পঞ্চায়েতের মহিলা সমবায় সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। মোট ১৮ টি আসনের মধ্যে এককভাবে ১৬ টি আসনে জয়লাভ করলো শাসক তৃণমূল কংগ্রেস।বিরোধী সিপিআইএম ও বিজেপিরা বাকি দুটি আসনে জয়লাভ করে।

এদিনে এই জয়ের পরে সবুজ আবির মেখে উৎসবে সামিল হন জেলা পরিষদ সদস্য ও ব্লক তৃনমূল যুব সভাপতি উদয় হালদার, জেলা পরিষদ সদস্য মাধবী পুরকাইত, মহিলা নেত্রী প্রতিমা ভূঁইয়া, অঞ্চল সভাপতি ননীগোপাল ত্রিপাঠী,নন্দকুমার পঞ্চায়েতের উপপ্রধান কানাই গিরি, মথুরাপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় বাবু সহ আরো অনেকে।

এই জয়ের পরে জেলা পরিষদ সদস্য উদয় হালদার বলেন, এই জয় মা মাটি মানুষের জয়।মুখ্যমন্ত্রীর নারী শক্তির পাশে থাকার এটাই সাফল্য।রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী ও মজবুত করতে এই জয়টার প্রয়োজন ছিল।এই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এলাকায় আরও উন্নয়ন করা হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *