বারাবনি : আসানসোলের বারাবনিতে পুনর্বাসন চাওয়া গরীব মানুষদের উপর নৃশংস হামলার প্রতিবাদে শনিবার ‘বারাবনি চলো’ ডাক দিয়ে এক ধিক্কার মিছিল আয়োজন করা হয়।
বারাবনির কাশিডাঙ্গায় ব্যারিকেড করে সেই মিছিল আটাকায় বারাবনি থানার বিশাল বাহিনী ও কমব্যাট ফোর্স। যা নিয়ে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, বারাবনি ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর খোলা মুখ কয়লাখনি চালু করা নিয়ে গত ৮ সেপ্টেম্বর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় দুই পক্ষের একাধিক জন আহত হন বলে জানা গেছে।
শনিবার বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে আহতদের বাড়িতে গিয়ে দেখা করা ও তাদের সঙ্গে কথা বলার একটা কর্মসূচি নেওয়া হয়েছিল। সেইমতো এদিন বাউরি সমাজের সদস্যরা মিছিল করে আসছিলেন। কিন্তু আসার পথে কাশীডাঙ্গার কাছে পুলিশ ব্যারিকেড করে সেই মিছিলটি আটকে দেয়। কারণ পুলিশের অনুমান ছিল, মিছিল করে গ্রামে আহতদের সাথে দেখা করতে গেলেই হয়তো অন্য পক্ষ চড়াও হতে পারে। মিছিল আটকে দেওয়ার পরে পুলিশ ব্যারিকেডের সামনে চলে বিক্ষোভ ও অবস্থান। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। এরপর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তারা।জানা গেছে, চরনপুর খোলা মুখ কয়লাখনিতে পুনর্বাসনের দাবি নিয়ে আন্দোলন করছিলেন এলাকার বাসিন্দারা।
গত ৮ সেপ্টেম্বর তারা খোলামুখ খনি বন্ধ করে দেন। অন্য এক পক্ষ সেই খনি চালু করার দাবি নিয়ে সেখানে পৌঁছালে, দুই পক্ষের মধ্যে শুরু হয় ঝামেলা। পরে তা সংঘর্ষের আকার নেয়।
গোটা ঘটনা নিয়ে অভিযোগও করা হয়েছে বারাবনি থানায় বলে জানা গেছে। সেই অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাবনি থানার পুলিশ।