Home / খবর / জেলায় জেলায় / আসানসোলে ইন্ডিয়া পাওয়ার ‘মেধা’ গার্লস স্কলারশিপর সপ্তম সংস্করণ, উচ্চ মাধ্যমিকে আরও ৫ ছাত্রীকে আর্থিক সহায়তা

আসানসোলে ইন্ডিয়া পাওয়ার ‘মেধা’ গার্লস স্কলারশিপর সপ্তম সংস্করণ, উচ্চ মাধ্যমিকে আরও ৫ ছাত্রীকে আর্থিক সহায়তা

আসানসোল : ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড (আইপিসিএল) শনিবার তাদের সিএসআর বা কর্পোরেট সোশাল রেসপনসেবলিটি উদ্যোগ ‘মেধা’ গার্লস স্কলারশিপ প্রোগ্রামের সপ্তম সংস্করণ আয়োজন করে। ২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পে প্রতি বছর পাঁচ জন দুঃস্থ মেধাবী ছাত্রীকে উচ্চমাধ্যমিক শিক্ষার জন্য দু’বছরের স্কলারশিপ বা আর্থিক সহায়তা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।

এই বছরের নির্বাচিত মেধারা হলেন— পুজা মণ্ডল (শান্তিনগর বিদ্যা মন্দির, বার্নপুর ), ব্রিন্তি ভাণ্ডারি (বোরিংডাঙ্গা হাই স্কুল, জামুড়িয়া ), পিউ মাজি (বার্নপুর সুভাষপল্লি বিদ্যানিকেতন), জয়শ্রী মাজি ( শাঁকতোড়িয়া, ডিশেরগড় গার্লস হাই স্কুল) ও বিপাশা বাউড়ি (মিঠানি হাই স্কুল, কুলটি )।

আসানসোলে শ্রীহরি গ্লোবাল স্কুলে অনুষ্ঠিত এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী সুদেষ্ণা ঘটক ও আসানসোল পুরনিগমের কাউন্সিলর শ্রাবণী মণ্ডল। তারা কন্যাশিক্ষায় ইন্ডিয়া পাওয়ারের এই উদ্যোগের প্রশংসা করেন।

ইন্ডিয়া পাওয়ারের হোল-টাইম ডিরেক্টর সোমেশ দাসগুপ্ত বলেন, মেধা প্রকল্পের লক্ষ্য কন্যাদের শিক্ষায় এগিয়ে নিয়ে গিয়ে আত্মনির্ভর করে তোলা। ভবিষ্যতে এই প্রকল্পের পরিধি আরও বাড়ানো হবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *