বুবাই শীল, জলপাইগুড়ি: বুধবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা শহর লাগোয়া সেবাগ্রাম এলাকায়। খাদ্য দপ্তরের সামগ্রী সরবরাহকারী লরির ধাক্কায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। চালকের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ।
এ দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন নাওয়াপাড়া এলাকার বাসিন্দা নির্মল চন্দ। সেবাগ্রাম এলাকায় পিডিএস বোর্ড লাগানো খাদ্য দপ্তরের মাল সরবরাহকারী একটি লরি পেছন থেকে ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বেশ কিছুক্ষণ রাস্তার ওপরেই দেহ পড়ে থাকে।
এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ছুটে আসে কোতয়ালি থানার পুলিশ। দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান হয়৷ এই ঘটনার জেরে ওই এলাকায় যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। লরি-সহ চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।










