মঙ্গলপুর ( রানিগঞ্জ): জাতীয় সড়ক ধরে উড়ালপুলের ওপর দিয়ে যাওয়ার সময় উড়ালপুলের ভাঙাচোরা অংশে খনি কর্মীর মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গেলে সেই গাড়িতেই এক অজ্ঞাত গাড়ি ধাক্কা মারলে গুরুতরভাবে আহত হন আসানসোলের চিত্তরঞ্জনের বাসিন্দা খনি কর্মী বামা পদ বাউরী(৪৫)।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ ওই ব্যক্তি অন্ডাল থানা এলাকার অন্তর্গত, কাজোড়া এরিয়ার, সেন্টাল কাজোড়া কোলিয়ারিতে কাজে যোগ দিতে যাওয়ার সময় মঙ্গলপুর শিল্প তালুকের জুটমিল লাগোয়া উড়ালপুল ধরে যাওয়ার সময় রেললাইনের ওপর অংশে থাকা রাস্তার মধ্যে অসংখ্য খানাখন্দ পূর্ণ এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময়ই আসানসোল অভিমুখ থেকে আসা অজ্ঞাত যান তাকে ধাক্কা মারে বলেই অনুমান এলাকাবাসীদের। পথচারী ও সংলগ্ন অংশের অন্ডাল থানার ট্রাফিক গার্ডের পুলিশেরা এই বিষয়ে খবর পেয়ে দ্রুত ওই অংশে পৌঁছে রানীগঞ্জ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এরপরই চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয়দের দাবি জাতীয় সড়কের উড়ালপুলের বিস্তীর্ণ অংশ দীর্ঘদিন ধরে খানা খন্দ পূর্ণ হয়ে রয়েছে। যার জেরে এই সকল এলাকায় দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এদিনের এই ঘটনা সেই খানাখন্দেরই জেরে ঘটেছে বলেই দাবি করেছেন পথচারীদের অনেকেই। মঙ্গলবার বিকেলে ঘটা ঘটনার পরপরই পুলিশ ওই ব্যক্তির পরিবারের সদস্যদের এই দুর্ঘটনার বিষয়ে খবর দেন।
জানা গেছে, আগামীতে ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হবে।