পুরীর শঙ্করাচার্য স্বামী শ্রী নিশ্চলানন্দ সরস্বতী। সংগৃহীত ছবি
আসানসোল : পুরীর শঙ্করাচার্য স্বামী শ্রী নিশ্চলানন্দ সরস্বতীজি মহারাজ আগামী ১১ সেপ্টেম্বর আসানসোলের পাঁচগাছিয়ায় আনন্দম রেসিডেন্সিতে আসছেন।
এই প্রসঙ্গে বিস্তারিত জানাতে রবিবার দুপুরে আসানসোলের সেনরেল রোডের একটি হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে আনন্দ বাহিনীর পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সভাপতি নিভা প্রকাশ, আসানসোল চেম্বার অফ কমার্সের সম্পাদক শম্ভুনাথ ঝা এবং গৌরব মিশ্র সাংবাদিকদের মুখোমুখি হন।
নিভা প্রকাশ এদিন বলেন, পুরীর শঙ্করাচার্য ১১ সেপ্টেম্বর আসানসোলের পাঁচগাছিয়ায় আসছেন। তিনি ২২ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন। তিনি গত বছরও এখানে এসেছিলেন। তখন তিনি আসানসোলে মাত্র তিনদিনের জন্য ছিলেন। তবে এ বছর তিনি ১১ দিন আসানসোলে থাকবেন। এই কয়েকটা দিন তিনি ভক্তদের সাথে সম্পর্ক স্থাপন করবেন।
নিভা প্রকাশ আরো বলেন, যদি কেউ তার কাছ থেকে দীক্ষা নিতে চান, তাহলে তার ব্যবস্থা করা হবে। যদি কেউ তাঁর দর্শন পেতে এবং তাঁর কাছ থেকে জ্ঞান অর্জন করতে চান, তাহলে তারও ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, ১১ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত, শঙ্করাচার্য জি প্রতিদিন দুপুর ১১:০০ টা থেকে ১:০০ টা পর্যন্ত এবং বিকেলেও এক ঘন্টার জন্য দর্শন দেবেন। পিতৃপক্ষের সময় পুরীর শঙ্করাচার্য আসানসোল সফরে আসানসোলবাসীর সৌভাগ্যের বিষয়। তিনি আসানসোলের জনগণকে এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানান এবং বলেন যে, তাদের সর্বাধিক সংখ্যায় এসে শঙ্করাচার্য জিয়ের আশীর্বাদ গ্রহণ করা উচিত। শম্ভুনাথ ঝাঁও আসানসোলের জনগণকে এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি বলেন, গত বছর শঙ্করাচার্য জি তিনদিনের জন্য আসানসোলে এসেছিলেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত ছিলেন ৫ দিন। এই ৫ দিনে তিনি আসানসোলের প্রতি এতটাই অনুরক্ত হয়ে পড়েন যে, এবার তিনি ১১ দিন আসানসোলে থাকার এবং এখানকার মানুষকে আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সকলকে সর্বাধিক সংখ্যায় আসার আহ্বান জানান। যারা শঙ্করাচার্য জির কাছ থেকে দীক্ষা নিতে চান তাদের দীক্ষা নিতে আসা উচিত। যারা তাঁর আশীর্বাদ নিতে চান তাদেরও আসা উচিত।