আসানসোলের হটন রোডের বুধায় ডিএভি স্কুলে শনিবার এক অনুষ্ঠানে ফিতে কেটে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক একটি স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান রাজেশ তেওয়ারি, স্কুলের সভাপতি জগদীশ প্রসাদ শর্মা, সচিব জগদীশ প্রসাদ কেডিয়া, স্কুলের টিচার ইনচার্জ উপেন্দ্র কুমার সিং, ছাত্রছাত্রী এবং স্কুলের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী মলয় ঘটক এদিন স্মার্ট ক্লাসের উদ্বোধন করে বলেন, স্মার্ট ক্লাস প্রতিটি স্কুলের প্রয়োজন হয়ে উঠেছে। কারণ আজকাল পড়াশোনার ধরণ আগের মতো নেই। এতে আমুল পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সাথে সাথে স্কুলের পড়াশোনার ধরণেও পরিবর্তন আনা দরকার। সেক্ষেত্রে এই স্মার্ট ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন আসানসোলের এই স্কুলে স্মার্ট ক্লাসও শুরু হয়েছে। তিনি বলেন, জগদীশ কেডিয়া যেমন বলেছেন যে স্মার্ট ক্লাসে পড়ানোর জন্য শিক্ষকদেরও নিজেদেরকে সেইভাবে খাপ খাইয়ে নিতে হবে। যাতে তারা স্মার্ট ক্লাসে বাচ্চাদের পড়াতে পারে। আমরা সবাই চাই এই এলাকার শিশুরা পড়াশোনায় এগিয়ে যাক এবং তাদের বাবা-মা, পরিবার এবং সমগ্র পশ্চিমবঙ্গের জন্য গৌরব বয়ে আনুক।
তিনি আরো বলেন, এখন তো আসানসোল সমগ্র ভারতে মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় এগিয়ে রয়েছে। একটি ছেলে সারা দেশে প্রথম হয়েছে এবং এটি আসানসোলের জন্য গর্বের বিষয়। এভাবেই আসানসোলের শিশুদের এগিয়ে যাওয়া উচিত এবং এর জন্য প্রশাসন সর্বদা শিশুদের এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে রয়েছে।,