দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার ভোরে প্রয়াত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
প্রথম জীবনে কংগ্রেস রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন মইনুল হক। ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে দ্রুত উঠে আসেন তিনি। দাপুটে নেতা হিসেবে পরিচিত মইনুল ১৯৯৬ সালে প্রথমবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এরপর পরপর পাঁচবার ফরাক্কা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন তিনি। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়লেও জয় পাননি তিনি। পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন।
গত সেপ্টেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মইনুল হক। দীর্ঘ চিকিৎসার পর রবিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
বর্ষীয়ান এই নেতার প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স-এ শোকবার্তায় তিনি লিখেছেন, “আমার রাজনৈতিক সহকর্মী মইনুল হকের প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করছি। তিনি ফরাক্কার প্রাক্তন বিধায়ক ছিলেন এবং দলের উচ্চ পর্যায়ে আমাদের সঙ্গে কাজ করেছেন। তাঁর পরিবার, বন্ধু এবং সমর্থকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”










