Home / খবর / জেলায় জেলায় / অবিলম্বে দুর্গাপুর পুরসভার ভোট করনোর দাবিতে পথে নামল কংগ্রেস

অবিলম্বে দুর্গাপুর পুরসভার ভোট করনোর দাবিতে পথে নামল কংগ্রেস

দুর্গাপুর পুরসভায় গত তিন বছর ভোট না করেই প্রশাসক বসিয়েই চালানো হচ্ছে। এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে কোনও হেলদোল নেই রাজ্য সরকারের। এই অভিযোগ তুলে পথে নামল কংগ্রেস।

শহরের নাগরিক পরিষেবা বেহাল হয়ে পড়েছে। এমন অভিযোগ তুলে সোমবার মহকুমা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব কংগ্রেস সভাপতি রবি যাদব ও আইএনটিইউসির জেলা সভাপতি সুভাষ সাহা।

কংগ্রেস কর্মী-সমর্থকরা এদিন দুপুরে স্লোগান তুলে মহকুমাশাসকের অফিসের গেট ঘেরাও করে অবিলম্বে পুরনির্বাচনের দাবি জানাতে শুরু করেন। রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন করাচ্ছে না, এমন অভিযোগে তোলেন তাঁরা। তাঁদের দাবি, শহরের ৪৩টি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কাউন্সিলর না থাকায় নাগরিক পরিষেবা বেহাল হয়ে পড়েছে। অথচ হারের ভয়ে নির্বাচন করাচ্ছে না রাজ্য সরকার।

দুর্গাপুর শহরের মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে সরকার। অবিলম্বে নির্বাচন ঘোষণা না হলে এবার বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর স্মারকলিপি জমা দেন যুব কংগ্রেস নেতারা। দুর্গাপুজোর পর নির্বাচন না করা হলে পুরসভার দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন যুব সভাপতি রবি যাদব।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *