Home / খবর / জেলায় জেলায় / আসানসোল রেল পুলিশের ‘হারানো প্রাপ্তি’, খোয়া যাওয়া ২১টি মোবাইল ফোন ফেরত

আসানসোল রেল পুলিশের ‘হারানো প্রাপ্তি’, খোয়া যাওয়া ২১টি মোবাইল ফোন ফেরত

আসানসোল : যাত্রীদের নিরাপত্তা এবং সহায়তার প্রতি তাদের অঙ্গীকার আবারও প্রমাণ করে, আসানসোল জিআরপি বা সরকারি রেল পুলিশ ২১টি হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করল।

বুধবার আসানসোল জিআরপিতে ‘হারানো প্রাপ্তি’ প্রজেক্ট মাধ্যমে সেইসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হল।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোল স্টেশন পাশাপাশি ডিভিশনের অন্যান্য স্টেশনে ভ্রমণের সময় যাত্রীদের মোবাইল ফোন চুরি হয় বা তারা হারিয়ে ফেলেছিলেন। যাত্রীরা তাদের মোবাইল ফোন নিয়ে আসানসোল জিআরপিতে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রেল পুলিশ প্রযুক্তি ও সোর্স ব্যবহার করে মোবাইল ফোন উদ্ধার করে। যারা এদিন তাদের হারানোর ও খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরে পান, তাদের মধ্যে ছিলেন।

মধ্যপ্রদেশের এক মহিলা যাত্রী। তিনি তার হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে খুবই খুশি।

তিনি বলেন, সীতারামপুর স্টেশন থেকে আমার মোবাইল ফোন চুরি হয়ে যায়। আমি ভাবিনি যে, কোনও দিন আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাবো। কিন্তু এদিন আসানসোল জিআরপি সেই মোবাইল ফোন ফিরিয়ে দিয়েছে। আমি এরজন্য রেল পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

অন্যান্যরাও নিজেদের মোবাইল ফোন ফিরে পেয়ে আসানসোল জিআরপির তৎপরতা এবং কাজের প্রশংসা করেছেন। তাঁরা বলেন, এই কাজের জন্য রেল পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।

জিআরপির আইসি গোপীকা সুন্দর দত্ত বলেন, যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর, একটি ধারাবাহিকভাবে প্রযুক্তির ব্যবহার করে ট্র্যাকিং এবং তদন্ত চালানো হয়। তাতেই এই মোবাইল ফোনগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি যাত্রীদের ট্রেনে ভ্রমণের সময় তাদের মূল্যবান জিনিসপত্রের প্রতি বিশেষ নজর রাখা ও কোনো সন্দেহজনক কোন কিছু দেখলে সঙ্গে সঙ্গে জিআরপিকে রিপোর্ট করার জন্য আহ্বান জানিয়েছেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *