বারাবনি : সরকারি দফতরের রাস্তা তৈরিতে অন্য এক সরকারি দফতরের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি ব্লকের পানুরিয়া এলাকায় সোমবার উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এলাকার বাসিন্দারা বন দফতরের বিরুদ্ধে সরব হন। তারা বন দফতরের আধিকারিকের গাড়ি আটকে ও রাস্তা অবরোধ করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এরফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত এলাকার বাসিন্দাদের চাপে গ্রাম পঞ্চায়েতের হস্তক্ষেপে, বন দপ্তর নিজেদের অবস্থান থেকে সরে আসে। সন্ধ্যে ছটার পরে রাস্তা তৈরির আশ্বাস পেয়ে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ বিক্ষোভ তুলে নেন।
জানা গেছে, বারাবনি ব্লকের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানুরিয়া হাটতলা থেকে হাকিমপাড়া মোড় পর্যন্ত রাস্তা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে। পেভার ব্লকের মাধ্যমে এই নতুন রাস্তা তৈরি করতে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ প্রায় ১২ লক্ষ টাকা খরচ করছে।
সোমবার সকালে বন দফতরের পানুরিয়া পক্ষ থেকে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়। রাস্তা তৈরির কাজ শেষ হতে আর মোটামুটি ৫০ থেকে ৬০ মিটারের মতো বাকি আছে। রাস্তার কালভার্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এদিন রাস্তা তৈরির কাজ বন্ধ হওয়ার খবর পেয়ে সেখানে গ্রামবাসীরা এসে বিক্ষোভ দেখানো শুরু করেন। বন দফতরের গাড়িকে আটকে দেওয়া হয়। করা হয় রাস্তা অবরোধও।
ঘটনার খবর পেয়ে বারাবনি থানার পুলিশ এলাকায় ছুটে আসে। অনেক আলোচনার পরে শেষ পর্যন্ত সন্ধ্যা ছটা নাগাদ বন দফতরের আধিকারিকরা পিছু হটতে বাধ্য হন। তারা রাস্তা তৈরি করতে দিতে রাজি হন। তাদের তরফে আশ্বাস দেওয়া হয় যে, তারা আর গ্রামের রাস্তা তৈরিতে বাধা দেবে না। এরপরেই রাস্তা অবরোধ, বিক্ষোভ উঠে যায় এবং গাড়ি চলাচল শুরু হয় চালু হয়। বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে রাস্তা তৈরির কাজ আরম্ভ হবে।
এই প্রসঙ্গে পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ বলেন, বন দফতরের আধিকারিকের সঙ্গে পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের আলোচনায় ফয়সালা হয়েছে। বন দপ্তর বলেছে যে, তারা আর কিছু করবে না। তারা এলাকার বাসিন্দাদের অসুবিধার কথা বুঝতে পেরেছেন। এরপরেই রাস্তার অবরোধ উঠে যায়।
অন্যদিকে, বন দফতরের আধিকারিক বলেন, রাস্তায় কনস্ট্রাকশন করা হচ্ছে বলে আমাদের কাছে খবর ছিল। এই জায়গাটা বন দফতরের। এদিন এলাকা পরিদর্শন করার পরে সমস্যা মিটে গেছে।