দুর্গাপুর ইস্পাত কারখানার মূল গেটের সামনে ধুন্ধুমার কাণ্ড। কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন খোদ দলের শ্রমিক সংগঠনের কোর কমিটির দুই নেতা। দাবি আদায়ে ব্যার্থ কোর কমিটি সরব খোদ দলেরই শ্রমিক সংগঠনের পাল্টা গোষ্ঠী। দলের ঝান্ডা হাতে নিয়ে কাজ বন্ধ করে তুমুল বিক্ষোভ তৃণমূল শ্রমিক ইউনিয়নের কর্মী সমর্থকদের, ঘটনাস্থলে পুলিশ।
দুর্গাপুর : ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর ইস্পাত কারখানা মূল গেট চত্বরে, তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে। দলের শ্রমিক সংগঠনের কোর কমিটি সদস্য বান্টি সিংকে ঘিরে ধরে বিক্ষোভ, পুলিশকে নামতে হল পরিস্থিতি সামাল দিতে।
খোদ তৃণমূল কর্মীদের অভিযোগ, দীর্ঘ আট মাস ধরে বেতন অনিয়মিত হয়ে পড়েছে, আবার সামনের মাস থেকে হাফ পেমেন্ট না কি ফেরত দিয়ে দিতে হবে ঠিকাদারকে, নচেৎ চাকরি থাকবে না, বেতন বৈষম্য রয়েছে, বারবার দলের শ্রমিক সংগঠনের কোর কমিটিকে বলা হলেও কাজের কাজ কিছু হয়নি উল্টে দাপিয়ে বেড়াচ্ছে এই ঠিকাদাররা, প্রতিবাদে বুধবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মূল গেটের সামনে নিজেদের দাবী আদায়ে দলীয় শ্রমিক নেতৃত্বের ওপর আস্থা হারিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় ঝান্ডা নিয়ে আন্দোলনে নামে অস্থায়ী কর্মীদের একাংশ, ক্ষোভ উগরে দেন দলের নব নির্বাচিত শ্রমিক সংগঠনের কোর কমিটির বিরুদ্ধে, কাজ বন্ধ রেখেই বিক্ষোভে সামিল হন এই আন্দোলনকারী তৃণমূল কর্মীরা।
এরই মাঝে দলের এই কর্মীদের বোঝাতে আসেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির নেতা বান্টি সিং ও পূর্ণনন্দ চট্টরাজ, উত্তেজিত তৃণমূল কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে এই তৃণমূল শ্রমিক নেতারা, রীতিমতো মূল গেট থেকে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির দুই নেতাকে সরিয়ে দেওয়া হয়, শুরু হয় ধস্তাধস্তি পরিস্থিতি। আসরে নামতে হয় পুলিশকে, কোনোক্রমে সামাল দেয় পরিস্তিতি। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানা চত্বরে।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে সদ্য গঠিত তৃণমূল কোর কমিটি সদস্য বান্টি সিং।
প্রসঙ্গত, দুর্গাপুর মহকুমাতে সদ্য গঠিত হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি, বারো জনের এই কমিটির মাথায় রয়েছেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এখন দুর্গাপুরে শ্রমিক অসন্তোশের এই ঘটনায় যথেষ্ট বিব্রত তৃণমূল শ্রমিক নেতৃত্ব।