কোলফিল্ড টাইমস: রাতের শহরে ঘুরতে বেরিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বন্ধুর সঙ্গে বেরিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক তরুণীর। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম রিয়া সোনকার, বাড়ি কলকাতার বড়বাজার এলাকায়। অভিযুক্ত যুবকের নাম অঙ্কিত মিশ্র। অভিযোগ, মাঝরাতে বাইকে বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন অঙ্কিত। বড়বাজার সংলগ্ন এলাকায় আচমকাই ঘটে দুর্ঘটনা। রক্তাক্ত অবস্থায় রিয়াকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এরপরই শুরু হয় রহস্য। মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে ক্ষোভে ফেটে পড়েন রিয়ার পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, রিয়ার মৃত্যু দুর্ঘটনা নয়, এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। হেস্টিংস থানায় অঙ্কিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, অঙ্কিতকে জেরা করা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, বাইকের অবস্থা এবং মৃতার আঘাতের ধরন সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “এটি দুর্ঘটনা না কি খুন, এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এদিকে রিয়ার পরিবারের দাবি, অভিযুক্তের যেন কঠোরতম শাস্তি হয়। তাঁরা চান, মেয়ের মৃত্যুর ন্যায় বিচার হোক।










